দক্ষিণ আফ্রিকার কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার সন্তানদের বিরুদ্ধে এবার মামলা দায়ের করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের জনগণকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হতে প্ররোচনা দেয়ার অভিযোগে এ মামলা করা হয়। বুধবার (১৪ জুলাই) দেশটির প্রধান বিরোধী দল গণতান্ত্রিক জোট- ডিএ জ্যাকবের তিন সন্তানসহ চার জনের বিরুদ্ধে কেপটাউনের একটি আদালতে এই মামলা দায়ের করেছে।
মামলায় বলা হয়েছে দেশটির কাওয়াজুলু-নাটালে সহিংসতা ও লুটপাটকে উৎসাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তারা। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন দেশটির জুলু সম্প্রদায়ের রাজা মিসুজুলু। এটা গোটা সম্প্রদায়ের জন্য লজ্জা ও অসম্মানজনক বলে জানান তিনি।
দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় এখন পর্যন্ত ৭২ জন মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে।