নীলফামারীর ডিমলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে উপজেলার ১০টি ইউনিয়নের দুস্থ্য ও কর্মহীন ৫ হাজার পরিবারের প্রত্যেকের মাঝে ৫শত টাকা ও ১শ টি পরিবারের মাঝে ৫শত টাকা মুল্যের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার প্রতিটি ইউনিয়নের ৫শ জন দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে ৫শত করে টাকা ও ১শ টি পরিবারের মাঝে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে ৫শত টাকা মুল্যের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মনোয়ার হোসেন, এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম ও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।