জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তাড়তাপাড়া গ্রামে একটি সুপারি বাগান থেকে ১০ হাত লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওই এলাকার হাফিজুর রহমানের সুপারি বাগানের চারপাশে ঘের দেয়া জালে আটকা পড়া সাপটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়ির উঠানে নিয়ে আসে। এ খবর ছড়িয়ে পরলে শত শত লোক সাপটিকে দেখতে হাফিজুর রহমানের বাড়িতে ভীড় জামায়। পরে মাদারগঞ্জ থানা পুলিশ দ্রুত সাপটিকে উদ্ধার করে বন বিভাগে খবর দেয়।
মাদারগঞ্জ থানার ওসি মো.মাহবুবুল হক জানান,সাপ উদ্ধারের খবর শোনামাত্রই সেখানে পুলিশ পাঠাই,যাতে সাপটিকে কেউ মেরে না ফেলে। বিষয়টি শেরপুর বন বিভাগকে জানানো হয়েছে। তারা আসলেই সাপটি তাদের কাছে হস্তান্তর করা হবে।