চট্টগ্রামের চন্দনাইশে বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় সাবেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার এসএম মোস্তাফা কামাল (৭৫) মারা গেছেন। তিনি উপজেলার দোহাজারী জামিজুরী নিবাসী মাষ্টার আবু তাহেরের ছেলে। তিনি করোনা রোগে আক্রান্ত হয়ে প্রথমে চট্টগ্রামস্থ পার্ক ভিউ হাসপাতালে পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা বিএসবি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরদিন ১৪জুলাই বুধবার বাদে জোহর নিজবাড়ীর মসজিদ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়।