চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ গত ১৩জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: ইব্রাহীম (৪৫)কে গ্রেফতার করেছে। সে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাছনদন্ডী গ্রামের মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। উল্লেখ্য যে বিগত ২০০২সালে ১২ মে জায়াগা সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় বিঞ্জ আদালত আসামি ইব্রাহীকে যাবজ্জীবন দন্ডাদেশ প্রদান করেন। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।