নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের মজিরখিল গ্রাম থেকে মোঃ আবু শাকের (১৬) নামের এক এসএসসি(দাখিল) পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৩জুলাই) সন্ধ্যায় উপজেলার কেশারপাড় ইউপির মজিরখিল নুরুল ইসলাশ মেম্বার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। বুধবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। শাকের ওই গ্রামের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল ইসলাম ছেলে ও কানকিরহাট দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিলো।
ঘটনাস্থলে থাকা সেনবাগ থানার এসআই মোঃ তারেকুর রহমান জানায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শাকের পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষের বুতুরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দীর্ষক্ষন সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখেন তার লাশ ঝুলছে। পরে খবর পেয়ে সেনবাগ থানার এসআই তারেকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থালে পৌছে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান। এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।