বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আবদুল মান্নান মৃত্যুবরন করেছেন। মঙ্গলবার সকাল ৭ টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর। তার ভাই আলহাজ¦ আমজাদ আলী ও ফাইজুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক জানান, তার বড় ভাই আবদুল মান্নান বেশ কিছুদিন যাবৎ বয়স্কজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এ ছাড়া তার ডায়াবেটিসসহ নানা রোগও ছিল। মঙ্গলবার সকাল ৭ টার দিকে তিনি মারাতœক অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সন্তান, ৪ ভাই সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর খবর পেয়ে আবদুল মান্নানের বাসভবনে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
আব্দুল মান্নানের ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। ১৯৭৭ সাল থেকে পরপর ৪ বার ইউপি চেয়ারম্যান, ১৯৯৩ সাল থেকে দুইবার পৌরসভার চেয়ারম্যান এবং ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচিত হন তিনি। এ ছাড়া তিনি ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
সাবেক জাতীয় সংসদ সদস্য আবদুল মান্নানের নামাজে যানাজা মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ও দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি শিবনগর গ্রামে অনুষ্ঠিত হয়। সর্বশেষে শিবনগর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।মরহুম আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এক শোক বিবৃতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং আবাদুল মান্নানের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকস্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয় স্বজন,সহকর্মী,গুনগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ঙ্গাপন করেন। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবাইদুল কাদের ও গভীর শোক প্রকাশ এবয় দু”ঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।