সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধ হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মুত্যু বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর জাতীয় যুব-সংহতির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ আছর রংপুর কেরামতিয়া জামে মসজিদে দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রংপুর মহানগর জাতীয় যুব-সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, সিঃ সহ সভাপতি রফিজুর রহামান রফিক, যুগ্ন সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হিরু, আশরাফুল ইসলাম, মিলান মিয়া, এরশাদুল ইসলাম, আলোমগীর হোসেন, সাগঠনিক সম্পাদক আসহান হাবীব আনছার, প্রচার সম্পাদক মুফতি মাহমুদ, অর্থ সম্পাদক আনতাজুল ইসলাম, দপ্তর সম্পাদক জামিল হোসেন রাতুল, যুগ্ন সহিত্য বিষয়ক সম্পদক রোমান, সদস্য নাহিদ চৌধুরী কেজি, রংপুর মহানগর ছাত্র সমাজের সভাপতি ইয়াছির আরাফাত আসিফ, রংপুর মহানগর যুব সংহতি ২৫ নং ওয়ার্ড কমিটির সদস্য- হিরু ব্যাপারী, আফজাল হোসেন, আবদুর রাজ্জাক, ২৩ নং ওয়ার্ড কমিটির লিখন শিকদার, ২১ নং ওয়ার্ড কমিটির আরিফুল ইসলাম অরিফ, জাহিদ হাসান জয়, ৩ নং ওয়ার্ড কমিটির আরিফুজ্জামান লিটন, ৩০ নং ওয়ার্ড কমিটির লৎফর রহামান, ১৮ নং ওয়ার্ড কমিটির সাগর ইসলাম, ৫ নং ওয়ার্ড কমিটির চাঁন মিয়া, ৯ নং ওয়ার্ড কমিটির আজাহার কবির, ২৮ নং ওয়ার্ড কমিটির অশিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে পল্লীবন্ধ হুসেইন মুহাম্মদ এরশাদেও আত্বার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খাতিব মাওলানা মোঃ বায়েজীদ হুসাইন। মিলাদ শেষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।