গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রি এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কালিয়াকৈর - মাওনা সড়কে উপজেলার কুতুবদিয়া এলাকায় মালবাহি একটি সিএনজি কে ধাক্কা দিলে সিএনজি যাত্রি রেনু রানী ঘটনাস্থলেই প্রান হারায়। নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি বন্নী এলাকার অনিল সরকারের স্ত্রী রেনু রানী সরকার(৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রেনু রানী সরকার গাজীপুরের মাওনা এলাকায় তার ছেলের বাসা থেকে তার নিজ বাড়ির উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা দেন। তাকে বহন করা সিএনজিটি কালিয়াকৈর টু মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ধেয়ে আসা দ্রুতগামী একটি মাছবাহী ট্রাক ঢাকা মেট্রো ন- (২০-৩৫৩৬)নাম্বারের একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি তে থাকা যাত্রী রেনু বেগম ঘটনাস্থলে নিহত হন।
পুলিশ জানায় ,ঘাতক ট্রাকের ড্রাইভার এবং হেলপার দুজনই পালিয়ে যায়। এ ঘটনায় কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) আবুল বাশার জানায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ এর প্রক্রিয়া চলছে।