গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রুবেল (২৫) নামে এক চিড়ার মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার দুপুরে গাজীপুর মর্গে প্রেরণ করেন। নিহত রুবেল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বরকান্দা গ্রামের ফুলু মিয়ার ছেলে। তিনি মিলগেট মিতালী চিড়ার মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে মিলগেট সোনালী রোডের মিতালী চিড়া মিলের সামনে রাস্তায় ড্রেনে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য মোটর চালু করতে গিয়ে অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন রুবেল। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এএসআই জাকির হোসেন হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে গতকাল দুপুরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।