১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্টপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি স্বল্প আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে।
মহানগর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬ টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ প্রধান দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ। সকাল ১০ টায় এইটএম এরশাদের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এর পরে ওই স্থানে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়াও রংপুুর মহানগরীর গুরুত্বপূর্ন স্থানের মাইকে কোরআন তেলাওয়াত, নগরীর সব মসজিদে বাদ যোহর এবং আসর নামাজের পরে যেকোন সময় বিশেষ ভাবে দোয়া মাহ্ফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দোয়া মাহ্ফিল আয়োজন দায়িত্বে থাকবেন জাতীয় পার্টির সংশ্লিষ্ট মহানগরের সকল থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং জেলার সকল উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ।