নোয়াখালী সেনবাগ উপজেলার ১নং ছাতারাপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের (১১) বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে ওমর ফারুক (১৯) নামের বখাটে যুবককে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত বখাটে ফারুক ছাতারাপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত তবারক আলী ছেলে সে পেশায় অটো চালক। ওই ধর্ষণের ঘটনাটি ঘটেছে সোমবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে ওই বাড়ির শহিদুল ইসলামের বসতঘরে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদি হয়ে ধর্ষক ওমর ফারুককে আসামি করে সেনবাগ শিশু নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। মামলা নং-৮ তারিখ ১২/০৭/২০২১ইং পুলিশ অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগীতায় ধর্ষককে গ্রেফতার করে। ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষা করানোর মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ এবং ধর্ষক ওমর ফারুককে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
অপরদিকে মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের মধ্য-বীজবাগ গ্রামের ১১ বছর বয়সী একটি শিশু মোক্তব থেকে আবরী পড়ে বাড়ি ফেরার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ির আবদুল কমির মিয়াল বখাটে ছেলে নুরুল আমিন প্রকাশ বাবু (৩৭) নামের এক বখাটে ১১ বছরের শিশুটিকে জোরপূর্ব নিজ বসতঘরে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে যৌন হয়রানি করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশী মোজাম্মেল এগিয়ে এসে শিশুটিকে বখাটের হাত থেকে রক্ষা করে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে বখাটে নুরুল আমিন বাবুকে আসামি কলে সেনবাগ থানায় মামলা দায়ের করেছে। তাকে বুধবার সকালে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এ ব্যাপারে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করে জানান উভয় ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।