গাজীপুরের টঙ্গী রসুলবাগ মোল্লাবাজার এলাকায় শামীম আহমেদ (২৮) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত শামীম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার দ্বারাবাজার মাঝিয়াল গ্রামের আক্তার হোসেন দুলালের ছেলে। তিনি রসুলবাগ মোল্লাবাজার তৈয়ব আলী হাওলাদারের ভাড়া বাসায় বসবাস করে ওয়েল্ডিং এর কাজ করতেন।
এলাকাবাসী জানায়, শামীম এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করতো। গত কয়েকমাস যাবত সে নেশার সাথে জড়িয়ে পড়ে। নেশা করার দায়ে স্ত্রী লিজার সাথে প্রায়ই তার ঝগড়া হতো। কয়েকদিন পূর্বে তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। এরপর থেকে শামীম একাই বাসায় থাকতো। গত সোমবার রাতে শামীম একাই বাসায় ছিল। গতকাল সকালে বাসার পাশের ভাড়াটিয়ারা তার কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিককে ঘটনাটি জানায়। পরে বাড়ির মালিকের ছেলে মিজানুর রহমান পাশের বাড়ির ছাদ থেকে শামীমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের এসআই সাব্বির আহমেদ একদল পুলিশসহ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় কক্ষের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থা থেকে শামীমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।