করোনা লাগাতার লকডাউনে ক্ষতিগ্রস্থ শতাধিক দুঃস্থ অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রংপুর সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন।
সকালে রংপুর নগরীর ১ নং ওয়ার্ডের হাজিরহাট এলাকার রণচন্ডি গ্রামে দুস্থ্য ও হতদরিদ্রদ শারীরিক প্রতিবন্ধী দের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম কামরুল হাসান তত্বাবধানে এই ত্রাণ সামগ্রী দেয়া হয়। প্রত্যেককে চাল, ডাল, আটা, সয়াবিন তেল ও সাবান দেওয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুর বিভাগে মোট ১০০০ পরিবারকে এই মানবিক সহায়তার দেওয়া হবে ধারাবহিক অংশ হিসেবে নগরীর তিনটি স্থানে এই সহায়তা দেয়া হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে যতদিন করনা ভাইরাস থেকে দেশ মুক্ত হয়নি।