কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বিদ্যানগর গ্রামের বাসিন্দা মো. আদম আলী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১১ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার বিদ্যানগর গ্রামের নিজ বাড়িতে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাক্ষী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি ও সাক্ষী সুরক্ষা কমিটির আহ্বায়ক মোঃ রেজাউল হাবীব রেজা,ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমান, প্রধান পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিনসহ অন্যান্য গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত করিমগঞ্জের এ পর্যন্ত রাস্ট্রপক্ষের তিনজন সাক্ষী চিরবিদায় গ্রহণ করেছেন। আয়লা গ্রামের ০৮ নম্বর সাক্ষী ডাঃ আবদুস সালাম, রামনগরের ১৪ নম্বর সাক্ষী আবদুর রশিদ ভুঁইয়া ও বিদ্যানগর গ্রামের ২নম্বর সাক্ষী মোঃ আদম আলী।