গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার ভোররাতে এরশাদনগর বাসস্ট্যান্ডের বিপরীত পার্শ্বে নিপ্পন গার্মেন্টসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রবিন (২৬), অন্তর (২০), কাউসার ওরফে শান্ত (২৫), আকরাম (২৬) ও শুভ (২৫)। তারা সবাই টঙ্গীর এরশাদনগর এলাকায় বসবাস করে। পুলিশ তাদের কাছ থেকে ধারালো ছোরা, চাইনিজ কুড়ালসহ ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করেন।
পুলিশ জানায়, ভোররাত পৌণে চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী নিপ্পন গার্মেন্টসের সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি, দুইটি স্টীলের চাকু, একটি কুড়াল ও একটি লম্বা লোহার ছোরা উদ্ধার করে।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম এর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।