গত ৯ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম গ্রুপের জুস ফ্যাক্টরিতে আগুন লেগে ৫৩ জন মানুষ পুড়ে কয়লা হয়েছে। তাদের চেনার কোন উপায় নেই। তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মরদেহগুলো স্বজনদের কাছে ফিরিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। বিস্ময়কর ঘটনা হচ্ছে ভবনে যখন আগুন লাগে তখন বের হবার সিঁড়িতে তালা দেওয়া ছিল। তা না হলে এত প্রাণহানি ঘটতো না। দেশে ইমারত আইন থাকার পরও অগ্নিকান্ডের একের পর এক দুর্ঘটনা ঘটছে। পুড়ে মরছে মানুষ। ভবন ধসে পঙ্গু জীবন বয়ে বেড়াচ্ছে। রানাপ্লাজা নিমতলী চুড়িহাট্ট বা রূপগঞ্জের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বারবার। গত ছয় বছরে ছয় হাজার অগ্নিকা-ে সারাদেশে ৬ শ' এর অধিক মানুষ মারা গেছে। প্রতিটি ঘটনা ঘটার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে নি।
বহুতল ভবন শিল্প কলকারখানা ফ্যাক্টরি স্থাপনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটি মানা হচ্ছে না। ইমারত নির্মাণ বিধিমালা ও জাতীয় বিল্ডিং কোডে এ বিষয়ে নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে ভূমিকা পালন করছেন না সংশ্লিষ্টরা। ফলে দেশে বড় বড় অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। পুড়ে কয়লা হচ্ছেন শত শত মানুষ। ফায়ার সার্ভিস ও কলকারখানা অধিদপ্তর নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করলে অগ্নিনির্বাপক ব্যবস্থা এমন করুণ চিত্র হতো না। এ ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে সুশাসন নিশ্চিত না করতে পারা। সেটা নিশ্চিত হলে মানুষ নিজ থেকে অগ্নিনির্বাপক ব্যবস্থা অনুসরণ করে সব কার্যক্রম করতেন। অগ্নিনির্বাপক ব্যবস্থার জন্য বাংলাদেশ যথেষ্ট আইন ও বিধি থাকার পরও প্রয়োগ হচ্ছে না।
আরও দুঃখজনক হচ্ছে দেশের আইন প্রণয়নে প্রভাবশালীদের হস্তক্ষেপ। তাদের ইচ্ছেমতো আইনের বিধি বিধান সংযোজন ও বিয়োজন করা হয়েছে। দেশের স্বাস্থ্যন্বেষী গ্রুপের চাপে সংশোধিত বিল্ডিং কোডে বহুতল বলতে দশতলার বেশি ভবন কে বোঝানো হয়েছে। এখানে কিছু ত্রুটির কারণে খেসারত দিতে হচ্ছে এবং দিতে হবে পুরো জাতিকে। বহুতল ভবন কারখানার শিল্পপ্রতিষ্ঠান হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করা খুবই জরুরী। এটার প্রধান দায়িত্ব ফায়ার সার্ভিস অধিদপ্তরের। তারা সেটা সঠিকভাবে করলে হয়তো এমন অবস্থার মুখোমুখি হতে হতো না। রূপগঞ্জের জুস ফ্যাক্টরি ভবনে অগ্নিনির্বাপনের দুর্বলতা চিহ্নিত করে চিঠি দিয়েছিল ফায়ার সার্ভিস। এ বিষয়গুলো এখন খতিয়ে দেখার সময় এসেছে। কেননা এক একটি ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ না করলে ভবিষ্যতে তদারকি ব্যবস্থা জোরদার করা সম্ভব হবে না।
এদিকে রাজউক বলছে ভবনটির কোনো অনুমোদন তারা দেয়নি। রাজউক ঢাকা সহ আশেপাশের ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় ভবনের অনুমোদন দিয়ে থাকে। অনুমোদিত এসব ভবনের নির্মাণ কাজ শেষে অকুপেন্সি (ব্যবহার অনুমোদন) সনদ দেওয়ার বিধান রয়েছে। বাস্তবে এ চর্চা ছিল না। অল্প কিছু দিন ধরে এ চর্চা শুরু হয়েছে। রাজউক নগরবাসীকে এ সনদ দেওয়ার ব্যাপারে উৎসাহ জোগাচ্ছে। এটা নিশ্চিত করা গেলে অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। কাজেই দেশের প্রচলিত আইনের শিকলে আটকেই নানা দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচাতে হবে। আর তা যত দ্রুত করা সম্ভব ততই মঙ্গল।