কঠোর লকডাউনের ১২তম দিনে রংপুরে মানুষজন চলাচল বেড়েছে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে খোলা। কাঁচা বাজার খোলা থাকায় সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকেই ভীড়ের মধ্যে কেনা বেচা করছেন।
এদিকে প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নগরীতে আগের চেয়ে অটো রিকশা চলাচল বেড়েছে। পাড়া মহল্লার মোড়ে মোড়েও মানুষের অযাচিত জটনা বাড়ছে।
স্বাস্থ্যবিধি না মানায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে রোববার রাত পর্যন্ত রংপুর জেলায় ৪০ টি মামলায় ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়ছে। এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা ও ট্রাফিক বিভাগ কর্তৃক বিধি-বহির্ভূতভাবে চলাচলরত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এ মোট ১২০ টি মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ৬ টি যানবাহন, মোট জরিমানা করা হয়েছে হয়েছে ৪ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ট্রাফিক ও ডিবি কর্তৃকসহ জেলা প্রশাসন, সেনাবাহিনীর টহল দল, র্যাবের টহল দল এবং বিজিবি টহল দল যৌথভাবে রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে মোট ১০ টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে মোট ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন এলাকায় আজ সেনাবাহিনীর টহল দল ২ টি,র্যাব এর ২ টি টহল দল, বিজিবির টহল দল ২ টি ও আনসার ব্যাটালিয়নের ২ টি টহল দল কাজ করছে।