লকডাউনে রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এান ও দুর্যোগ মন্ত্রনাল থেকে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান রংপুরের নর-সুন্দর শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান (নগদ ১ হাজার টাকা) প্রায় ১৬০ জন নর-সুন্দর শ্রমিকদের মাঝে বিতরণ করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী । এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারূজ্জামান, রংপুর মহানগর নর-সুন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সংগঠনিক সম্পাদক সমসে আলম, মহানগর নর-সুন্দর শ্রমিকলীগের সভাপতি জগদিস চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক হরিপদ শীল, কোষাধক্ষ লিটন চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক ইসান্ত সর্মা অগ্নি, প্রচার সম্পাদক অনন্ত চন্দ্র শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।