রংপুর র্যাব চাঞ্চল্যকর এক ধর্ষণ মামলার অসামীকে জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে র্যাব-১৩ এর সহকারি পরিচালক ফ্লাইট লেঃ মাহামুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৬ জুলাই রংপুরের গঙ্গাচড়া থানায় ভিকটিম কৃর্তক একটি ধর্ষণের মামলা করা হয়। ওই মামলার একমাত্র মূল আসামীকে গ্রেফতারের জন্য তদন্তকারি কর্মকর্তা গত ৮ জুলাই র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার বরাবর একটি অযিান পত্র দায়ের করেন। উক্ত পত্রের প্রেক্ষিতে র্যাব মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। ১০ জুলাই জয়পুরহাট জেলা সদরের বাইতুল আমান জামে মসজিদের সামনে থেকে আসামী মমিনুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মমিনুল রংপুরে বাসিন্দা।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী ভিকটিম’কে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।