চট্টগ্রামের চন্দনাইশে ওরা ৫০ বন্ধু মিশ্র খামার করে সাবলম্বীর মুখ দেখছেন। ২০১৮সালে দেশ-বিদেশে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুকের পরিচিত ৫০ বন্ধু মিলে উপজেলার ছৈয়দাবাদস্থ পাঠাজোড়া নামকস্থানে পাহাড়ের পাদতলে প্রায় ৪ একর জায়গায় গ্যাব-এগ্রো নামের একটি মিশ্র খামার গড়ে তোলেন। ২০২০সালে তাদের সততা ও বিশ্বাসের মাধ্যমে মিশ্র খামারের উৎপন্ন খাদ্যদ্রব্য সামগ্রী মাছ,মাংস,ডিম,দুধ,সবজি উপজেলা ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হোম ডেলিভারীর মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। গরু ,ছাগলসহ নানা জাতের মুরগি ও হাঁস খামারে লালন-পালন করে আসছেন। অথচ ৫০জন বন্ধুদের মধ্যে কেউ কারো সাথে দেখা সাক্ষাৎ হয়নি, ফেইজ বুকের মাধ্যমে সততা ও আত্মবিশ্বাসের ভিত্তিতে প্রত্যেকে লাখ টাকা পুজিঁ দিয়ে মিশ্র খামারটি যাত্রা শুরু করেন। এবার আসন্ন কোরবানে বিক্রির জন্য ৬ থেকে ১০মণ ওজনের ১৭টি ষাঁড় প্রস্তুত রাখা হয়েছে।বর্তমানে খামারে ১৭টি বড় ষাঁড় ৮০টি গাভী,উন্নতমানের ছাগল-১৩০টি হাঁস -১হাজার এবং মুরগি রয়েছে ১হাজার সব মিলে মিশ্র খামারে প্রায় ৪ কোটি টাকার সম্পদ রয়েছে। এছাড়াও দেশীয় প্রজাতির দুইটি মৎস্য পুকুর এবং,বেগুন,পেঁপে,ঢেঁড়শ,করলা ও লাউয়ের ক্ষেত করা হয়েছে। সুবিশাল এ গ্যাব-এগ্রো মিশ্র খামারে ৫০জনের মধ্যে তৈহিদুল ইসলাম,হারুন খান ও জাহেদ হাসান বর্তমানে ৩১জন শ্রমিক নিয়ে খামারটি দেখা করছেন। তৈহিদুল ইসলাম ও হারুন খান বলেন, আমরা ৫০জন ফেইজবুক বন্ধু বিদেশে ও সরকারি চাকুরির কারণে বিভিন্ন ্স্থানে থাকায় কেউ কাউকে দেখি নাই। আমরা সততা ও বিশ্বাসের সাথে শ্রমের মাধ্যমে ্গ্যাব-এগ্রো মিশ্র খামারটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বর্তমানে খামারে মাসিক খাদ্য সামগ্রী ও শ্রমিকের ব্যয় হচ্ছে সাড়ে ১০লাখ টাকা। এখনো আমরা পুজিঁ খাটাচ্ছি। আশা করি আগামী ৩/৪বছরের মধ্যে পরিপূর্ণতা হলে ্বছরে ৫০/৬০লাখ টাকা আয় হবে। তবে এখন মিশ্র খামার থেকে ৮০টি গাভীর মধ্যে ২৩টি হতে প্রতিদিন ২৫০কেজি দুধ, দৈনিক হাঁেসর ডিম-১শ মুরগির ডিম -১শ করে পাওয়া যাচ্ছে। যা হোম ডেলিভারীর মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে জানান। চন্দনাইশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, গ্যাব-এগ্রো মিশ্র খামারটি দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে। ফলে উপজেলায় বেকারত্ব হ্রাস পাচ্ছে। তিনি বলেন ,উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ছোট বড় ৩শতাধিক ডেইরি ও মোটাতাজাকরন খামার গড়ে উঠেছে।