গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় ৭৯ জনের নমুনায় ৫২ জন সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৬৬ ভাগ। রোববার (১১ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: সুজাত আহম্মেদ এসব জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘটনায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ওই দুইজন মারা যান। এদের বাড়ী গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলায়। এদিকে গত ২৪ ঘন্টায় ৭৯ নমুনায় সনাক্ত হয়েছে ৫২ জন। সনাক্তের হার শতকরা ৬৬ ভাগ। যা গতকালকের তুলনায় ৩ ভাগ বেশি। এ ছাড়া জেলায় ২৮ হাজার ৫১২ জনের নমুনায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ১২৭ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৭’শ জন।