কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহর নেতৃত্বে গতকাল রবিবার দুপুরে হাসপাতাল কম্পাউন্ডে এ অভিযান পরিচালিত হয়। বর্তমান করোনা মহামারীকালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে হাসপাতালের ভেতর বাহির ও আশেপাশের এলাকার ময়লা-আবর্জনা, অবাঞ্ছিত ঘাস পরিষ্কার পরিচ্ছন করে চারপাশে জীবাণূনাশক ছিটানো হয়। এতে অন্যান্যের মধ্যে আরও অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মো. দেলোয়ার হোসেন ফারুক, প্রধান সহকারী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব মুহাম্মদ বায়েজিদ উল্লাহ ও জনাব মো. সালাহ উদ্দিন খানসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।