কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন, বলিয়াদী ও মাইজচর ইউনিয়নের ৪টি গ্রাম ঘোড়াউত্রা ভাঙ্গনের কবলে পড়ে ৩০-৩৫ বছর ধরে ৩ শত পরিবার ভিটেহারা হয়ে পড়েছেন। এখন তারা ঘর-বাড়ী হারিয়ে সর্বশান্ত হয়ে কেউ বা খোলা আকাঁশের নিচে কেউ বা অন্যত্র চলে গিয়ে রিক্সা, ভ্যানগাড়ী অথবা জীবন বাঁচানোর জন্য করোনা ভাইরাসের মধ্যে ভিক্ষা বৃত্তি পেশা বেঁচে নিয়েছেন। গত কাল রোববার সকালে সরজমিন গেলে এসব গ্রামের লোক জনের মধ্যে কুদ্দুস মিয়া, আবু তাহের সহ অসংখ্য ভিটেহারা মানুষ বলেন, দিঘীরপাড় ইউয়িনের হাসানপুর, চেংগা হাটি, লালকারচর, বাঞ্চারামপুর, বলিয়াদী ইউনিয়নের দয়ারামপুর, দত্তগ্রাম, কাইয়েমের বাউলি, মাইজচর ইউনিয়নের বোয়ালি শিবপুর গ্রামের মানুষ ভিটেহারা হয়ে পড়েছেন। এখনো পর্যন্ত স্থায়ী ভাবে বসবাসের জন্য তাদের সরকারি ভাবে কোনো সহায়তা আসেনি। তারা এখন খুব অসুবিধার মধ্যে দিনাদিপাত করছেন। গত কয়েক এক যুগ আগে হাসানপুরে গ্রামের মানুষের জন্য কিছু আর্থিক সহযোগিতা পেয়েছিল তারা। এরপর থেকে তারা সরকারি ভাবে বড় কোনো সহযোগিতা পাইনি বলে উল্লেখ করেন। অন্য দিকে নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর গ্রাম, শিংপুর ইউনিয়নের শিংপুর পূর্ব ও দক্ষিণ পাশে ধনু নদী ভাঙ্গনের কবলে পড়ে প্রায় ১ শত পরিবার ভিটেহারা হয়ে পড়েছেন। নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থীরা বলে যান, পাস করলে তাদের গ্রামগুলো ভাঙ্গন থেকে রক্ষা করবেন বলে যান। কিন্তু নির্বাচনে পাস করার পর তাদের আর চোখে দেখতে পায় না বলে অনেকে উল্লেখ করেন। দুই উপজেলার ৫টি ইউনিয়নের ১৫-২০টি গ্রাম এবছর প্রায় ৫০টি পরিবার ভিটেহারা হয়ে পড়েছেন। তাদেরকে কেউ দেখে না। বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোরশেদা খাতুন বলেন, নদী ভাঙ্গন কবলিত লোক জনের জন্য সরকারি ভাবে বরাদ্দ আসিলে সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন।