রায়গঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৭ দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরের থেকে বিকেল পর্যন্ত চলা উপজেলার পাঙ্গাসী, ব্রহ্মগাছা ও রায়গঞ্জ পৌরসভার ধানঘরা বাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ। পাঙ্গাসী বাজারের ৫টি দোকানে ১০ হাজার ১ শ’ টাকা ও রায়গঞ্জ পৌরসভার ধানঘরা বাজার এলাকার ২টি ফার্নিচারের দোকানে ৭ হাজার মোট ১৭ হাজার ১ শ’ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।