লকডাউন কার্যকরে সারাদেশের ন্যায় ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে থানা পুলিশ কঠোর অবস্থানে। বারবাজার হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এবং হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিনের নেতৃত্বে প্রতিদিন ঢাকা-খুলনা মহাসড়কের মন্দারতলা, বারবাজার, রঘুনাথপুর, কেয়াবাগান, কালীগঞ্জ, ছালাভরা, বিষয়খালী সহ সড়ক মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি, চৌকি বসিয়ে লকডাউন কার্যকরে বিশেষ অভিযান পরিচালনা করছেন। পাশিাপশি জনসচেতনা বৃদ্ধির লক্ষে সর্বত্তক কাজ করছেন। শনিবার সকালে অভিজান চলছিল।
বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, বৈশিক মহামারী করোনা ভাইরাসের কারনে সারা বিশ্ব আজ স্থবির, বাংলাদেশও এর বাইরে নন। ইতিমধ্যে বাংলাদেশে এই মহামারী প্রকট আকারে ধারন করেছে। প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এর জন্য সরকার ঘোষিত লকডাউন কার্যকরে আমরা মহাসড়কে তল্লাশী চৌকি বসিয়ে অভিযান অবহ্যত রেখেছি। এই লকডউনে যাদের চলাচলালের অনুমতি আছে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর যে সব যানবাহনের চলাচলের অনুমতি নেই সেগুলো আমরা চলাচলে নিষেধ করার পাশাপাশি অবৈধ যানবাহনে আটক করে মামলা দেওয়া হচ্ছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।