করোনা সংক্রমণে চলমান এ সময়ে মানবিক বিপর্যয় নেমে এসেছে। সারাদেশে মানুষ মরছে অনাকাক্সিক্ষতভাবে। আক্রান্ত হচ্ছে হাজার হাজার। তাদের চিকিৎসার জন্য নেই আই সি ইউ। সংকট অক্সিজেনের। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলছে লাগাতার লকডাউন। বিভৎস পরিস্থিতিতেও মানুষকে ঘরে আটকে রাখা যাচ্ছে না। পেটের ক্ষুধা নিবারণের জন্য কাজের সন্ধানে বের হয়ে যাচ্ছে শ্রমজীবী দিন আনা দিন খাওয়া মানুষগুলো। ঘরে তাদের চাল নেই। পরিবারের অসুস্থ মানুষের জন্য ওষুধ নেই। পরনের কাপড়ও শত ছিন্ন। করোনার প্রথম ঢেউয়ের সময় সমাজের কিছু সামর্থ্যবান মানুষ খাবার নিয়ে তাদের পাশে দাঁড়ালে ও এবার তেমনটা দেখা যাচ্ছে না। ভরসা সরকারি ৩৩৩ নম্বরে ফোন করে খাবার পাওয়া আশা। অবশ্য দেশের কোথাও কোথাও সামরিক বাহিনী ও পুলিশের খাদ্য বিতরণ চলছে। আবার কোথাও খাবার অথবা প্রণোদনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠানের খবর গণমাধ্যমে আসছে।
সামনে ঈদুল আজহা আসছে। কোরবানি দিতে না পারলেও খেয়ে পড়ে বাঁচার স্বপ্ন দেখেন শ্রমজীবী মানুষেরা। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) আওতায় এক কোটির বেশি অতি দরিদ্র ও অসহায় সুস্থ পরিবারকে বিনামুল্যে ১০ কেজি করে চাল দেবে সরকার। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল বরাদ্দ দিয়ে ৪ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশে ৬৪ টি জেলার ৪৯২ উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ টি এবং ৩২৮ টি পৌরসভার জন্য ১২ লাখ ৩৮ হাজার ৪৪৮ টি সহ মোট এক কোটি ১৭ হাজার ৫৫১ টি কার্ড এর বিপরীতে ১০ কেজি করে ১লাখ ১৭৬ দশমিক ৫১ টন চাল বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসকরা ভিজিএফ বরাদ্দ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সংসদ কে অভিহিত করবেন।
বিগত দিনে ভিজিএফের চাল নিয়ে কম চালাচালি হয়নি। প্রকৃত অসহায় মানুষের বদলে সামর্থ্যবানরা ভিজিএফ কার্ড পেয়েছে। ত্রাণের চাল নিয়ে নেতারা কালোবাজারে পাচার করেছে। এমন হাজারো অভিযোগ রয়েছে। তবে এবার সরকার বলছে ভিজিএফ উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে আদমশুমারি ২০১১ জনসংখ্যা অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক ব্যবস্থা করা ভিজিএফ কার্ড পুনর্বিভাজন করে তালিকা প্রস্তুত করতে হবে। দুস্থ ও অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দেয়া হবে। তবে সাম্প্রতিক বন্যাক্রান্ত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে। ইউনিয়ন বা পৌরসভার বিজিএফ কমিটির প্রকাশ্য সভায় তালিকা প্রণীত ও প্রত্যায়িত হতে হবে। তালিকা এমনভাবে করতে হবে যেন একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পান। বরাদ্দ করা চাল শর্ত মেনে ১৯ জুলাই এর মধ্যে বিতরণ করতে হবে।
সরকার সব সময় নানা নিয়ম-নীতি মালার মাধ্যমে ত্রান-সাহায্য বিতরণের চেষ্টা করে থাকেন। কিন্তু দলীয় নেতা-কর্মী চেয়ারম্যান সাহেবরা নানাবদুর্নীতির মাধ্যমে ত্রান-সাহায্য লক্ষ্য অর্জনে বাঁধ সাধেন। এবারও প্রকাশ্য মিটিং এর মাধ্যমে ভিজিএফ তালিকা প্রণয়ন ও প্রথম প্রত্যায়ন এর কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে করোনার লকডাউন এর মাঝে কে এমন প্রকাশ্য মিটিংয়ে আসবে? আর হাতে সময় কম। ১৯ জুলাই এর মধ্যে বিতরণ শেষ করতে হবে কাজেই নেতাকর্মী চেয়ারম্যান-মেম্বার কমিশনার সাহেবরা তাদের নিজেদের মতো তালিকা প্রণয়ন করে চাল বিতরণ করবেন। তাই আজ বড় প্রয়োজন মানসিকতার উন্নয়ন। আজকেরে মানবিক বিপর্যয়ে তারা নিরপেক্ষ থেকে ভিজিএফ তালিকা করবেন এমনটাই আমাদের প্রত্যাশা।