ঘরের দরজায় কড়া নাড়া দিচ্ছে কোববান্ ্ঈদি বা ্ ঈদুল আযহা। অন্যান্য বছরগুলেতে ্এসময় পশু কোরবানি নিয়ে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার দেখা মিলত। কিন্তু এবার মহামারী করোনার কারণে সরকারি বিধিনিষেধ এবং লকডাউনের কারণে এখন সেই উৎসব নেই বলেই চলে। এছাড়াও দীর্ঘস্থায়ী করোনা ও লকডাউনে অর্থনৈতিক সংকটে রয়েছেন নিম্ম বিত্তের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলো। যার ফলে ঈদুল আযহা বা পশু কোরবানির দিন ঘনিয়ে আসলেও নেই কোন আমেজ। বিধায় উপজেলায় গরু ও ছাগলের খামারীরা তাদের পশু বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন। আর মাত্র কয়েকদিন পরই কোরবানি ঈদ। কিন্তু এখনো খামারীরা গরু ছাগল বিক্রি করতে পারে নি। সরে জমিনে উপজেলার সাতবাড়িয়া মো:খালী এলাকায় আল্লাহর দান ও খাজার শান নামের লিপি আক্তারের গরু ও ছাগলের পৃথক খামার রয়েছে। বর্তমানে খামারে ৩৫টি গরু এবং ৫০টি ছাগল রয়েছে। ২০০৭সাল থেকে তিনি খামার করে আসছেন। কোরবানি ঈদের জন্য খামারে গরু ,ছাগল প্রস্তুত রাখা হলেও এখনো একটি ও বিক্রি করতে পারেনি। লিপি আক্তার বলেন খামারে তার ৩২লাখ টাকা ব্যয় করা হয়েছে।বিক্রি করা হলে ভাল লাভবান হবেন। কিন্তু করোনায় সরকারি লকডাউনের কারণে পশুর বা কোরবানি হাট-বাজার নিয়ে দুর্চিন্তায় রয়েছেন। বাজার না বসলে লাখলাখ টাকা লোকসান গুনতে হবে বলে তিনি জানান। চন্দনাইশ উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ছোট-বড় প্রায় ৩শতাধিক গরুর এবং প্রায় ৫০টি ছাগলের খামার রয়েছে। এসব খামারী এখন হতাশায় ভোগছেন। এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আরিফ উদ্দিন বলেন, বর্তমান দেশের নাজুক পরিস্থিতি বিরাজ করছে। তাই ঈদুল আযহার হাট বাজার নিয়ে সরকারি কোন নির্দেশনা আসেনি। তারপরও উপজেলায় ২টি স্থায়ী পশুর হাট ছাড়াও কোরবান উপলক্ষে উপজেলার বিভিন্নস্থানে আরো আস্থায়ী হাট বসে থাকে। তবে স্বাস্থ্যবিধি ও দুরত্ব বজায় রেখে পশুর হাট বসবে বলে আশা ব্যক্ত করেন।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সাদিয়া ইসলাম বলেন,উদ্ভুদ্ধ পরিস্থিতিতে কোরবানি পশুর হাট-বাজার বসার কোন নির্দেশনা আসেনি। তবে আমাদেরকে কোরবান করতে হবে তাই স্বাস্থবিধি ও সামাজিক দুরত্ব মেনে স¦ল্প পরিসরের মাধ্যমে করতে হবে বলে জানান।