জেলার ইসলামপুর যমুনার তীরবর্তী নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া থেকে কাঠমা পর্যন্ত ৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন প্রতিরক্ষা বাঁধ নির্মাণে স্বস্থিতে রয়েছেন প্রায় লাখো মানুষ।
জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেই নি¤œাঞ্চল প্লাবিত হয়ে জমির ফসল নষ্ট হয়ে যায়। তাই বন্যা নিয়ন্ত্রন প্রতিরক্ষা বাঁধটি নির্মাণ করায় স্বস্থি রয়েছেন ঐ অঞ্চলের প্রায় ৪০টি গ্রামের মানুষ। বিগত বছর গুলোতে বর্ষা মৌসুম শুরু হলে যমুনা নদী থেকে বাঁধাহীন ভাবে পানি নেমে এসে বিস্তৃর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার একর জমির ফসল। প্রতি বছরই বন্যার পানির সাথে বালি উঠে শতশত একর ফসলি জমি বালি পড়ে অনাবাদী হয়ে যায়। তাই ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদূল হক খান দুলাল এমপি’র নির্দ্দেশে ইসলামপুর বাসীর বন্যায় দূর্ভোগ লাঘবে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) বরাদ্ধ থেকে ৯ লাখ টাকা ব্যয়ে উলিয়া থেকে কাঠমা পর্যন্ত সড়ক ঘেষে ৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে।
এলাকাবাসীরা জানায়, প্রতিবছরই যমুনা তীরবর্তী ইউনিয়নের অধিকাংশ পাকা ও কাঁচা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্যায় অসংখ্য বাড়িঘর ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে রাস্তাঘাট। মেরামত করতে না করতেই আবারও বন্যা এসে পূর্বের অবস্থা দেখা দেয়। এবার বন্যা নিয়ন্ত্রন প্রতিরক্ষা বাঁধটি নির্মাণ হওয়ায় এবারের হয়তো পশ্চিম ইসলামপুরের প্রায় ৪০টি গ্রামসহ রাস্তাঘাট ভাঙ্গন রোধ হবে বলে আশা প্রকাশ করছেন
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, উলিয়া থেকে কাঠমা পর্যন্ত ৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষের পথে। তবে যতটুকু বরাদ্ধ রয়েছে তা বাঁধের জন্য প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কারণ নতুন বাাঁধটি পানি গড়ালে ভাঙ্গনের সৃষ্টি হবে। সেখানে দ্রুত বালির বস্থা ডাম্পিংয়ের জন্য প্রস্তুত রাখতে হবে। তাই বাঁধ রাক্ষায় আরো কিছু অর্থের প্রয়োজন বলে জানান। তিনি আরো বলেন,উপজেলার পশ্চিমাঞ্চলে ৬টি ইউনিয়নের এভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হলে প্রায় দুই লক্ষাধিক মানুষকে দীর্ঘদিন পানিবন্দিদশা থেকে বাঁচানোর বাস্তব পদক্ষেপ বলে তিনি মনে করছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল জানান,বন্যা নিয়ন্ত্রণ প্রতিরক্ষা বাঁধটি নির্মাণ খুবই জরুরী ছিল। জনস্বার্থে বাঁধটির নির্মাণ করা হয়েছে।
এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি জানান, বন্যা মৌসুমে উপজেলাবাসীকে পানিবন্দি থেকে রক্ষার জন্য নোয়ারপাড়া ইউনিয়নে একটি উঁচু বন্যা নিয়ন্ত্রন প্রতিরক্ষা বাঁধ নির্মাণ জরুরী হয়ে পড়েছিল। তাই বাঁধটি নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এবার বাঁধ নির্মাাণের ফলে যদি পানি ভেদ করতে না পারে,তাহলে ঐ অঞ্চলের প্রায় লক্ষাধীক মানুষের দূভোগ অনেকটাই লাঘব হবে।