চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মহামারী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সরকার ঘোষিত কঠোর লকডাউনের ১ম সপ্তাহ থেকে ২য় সপ্তাহের প্রথম দিনে এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ শ ৭৮ জন। জনসচেতনতার অভাবই আক্রান্তের হার বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে।সরকারীভাবে কঠোর লকডাউন ঘোষনার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কার্যকর করার আপ্রান চেষ্টা করা হলে ও এলাকার লোকজন এ ব্যাপারে উদাসীন বলে মন্তব্য করেন উপজেলা জেলা প্রশাসনের কর্মকর্তারা। জানা যায়, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সরকার ১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষনা করেন। এরপর ও পরিস্থিতি কিছুটা হলে ও স্বাভাবিক না হওয়ায় লকডাউন গত বৃহস্পতিবার থেকে লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি করে আগামী ১৫ জুলাই পর্যন্ত করেছেন। এরপরও করোনা আক্রান্তের সংখ্যা কমছে না।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন হাটহাজারীতে বিগত আট দিনে নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ ৭৮ জন বলে জানান। তাছাড়া করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স ১০টি বেড নির্ধারণ করে রাখা হলে সেখানে নির্ধারিত বেডের অতিরিক্ত রোগী স্বজনদের অনুরোধে ভর্তি রাখা হয়েছে। লকডাউন কার্যকর করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মাঠে দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন ও সহকারী কমিশন (ভূমি) শরীফ উল্লাহ জানান, সরকার ঘোষিত লকডাউন ঘোষনা কর্যকর করতে সারা উপজেলার বিভিন্ন স্হানে দায়িত্ব পালন করার সময় রাস্তা ঘাটে বের না হওয়ার জন্য লোকজনকে সচেতন করতে ব্যাপক প্রচারনা চালানো হলে ও কোন ভাবেই তাদের ঘরে রাখা যাচ্ছে না। কোন না কোন অজুহাত নিয়ে লোকজন রাস্তায় বের হচ্ছে। খেটে খাওয়া মানুষ গুলো পেটের দায়ে বের হলেও প্রয়োজন ছাড়া ও অনেকে ঘর থেকে অযথা বের হয়ে ঘুরাঘুরি করেছে। তবে রাস্তায় যাদের পাওয়া গেছে তাদের মধ্যে যারা উপযুক্ত কারণ দেখাতে পেরেছে, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাদবাকীদের সরকার ঘোষিত লকডাউন অমান্য করার দায়ে অর্থ দন্ড প্রদান করা হয়েছে বলে উপজেলার শীর্ষ এই কর্মকর্তাদ্ব গণমাধ্যমকে জানান। সরকার ঘোষিত লকডাউন অমান্য করার বিষয়ে অধ্যাপক সৈয়দ শাহজাহান এর কাছে জানতে চাইলে তিনি বলেন করোনা মহামারী মারাত্মক রোগ। সচেতনতাই এই আক্রমণ থেকে বাঁচাতে পারে। কিন্তু দেশের মানুষের মধ্যে সচেতনতার অভাবে রয়েছে। লকডাউন আর সার্ট ডাউনলোড যাই বলা হউক না কেন, ঘরে খাওয়ার না থাকলে মানুষতো খাদ্যের সন্ধানে বের হবেই। তিনি সরকারের পক্ষ থেকে এক মাসের খাদ্য প্রত্যেক পরিবার পৌঁছে দিতে পাড়লে মানুষ ঘরে অবস্থান করবে। তাই তিনি প্রস্তাব করেন সারা দেশের প্রত্যেক পরিবারে পর্যাপ্ত খাবার পৌঁছে দেওয়ার চিন্তা করতে হবে সরকারকে।