টাঙ্গাইলে করোনাভাইরাসের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। প্রতিটি ঘরেই কারও না কারও মাঝে রয়েছে উপসর্গ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৮৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়,। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ জনের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬ ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে।টাঙ্গাইলে ব্যাপক হারে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশেষ করে গত কয়েকদিন ধরে গ্রামে বেড়েছে আক্রান্ত এবং উপসর্গের সংখ্যা। প্রায়ই প্রতিটি ঘরে ঘরে এ রোগের লক্ষণ জ¦র- ঠান্ডা এবং কাঁশির দেখা দিয়েছে। প্রতিদিন নতুন নতুন আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এর ফলে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতি ও জটিল হচ্ছে। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত ১ মাস ধরে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষ ডেল্টা ধরনে আক্রান্ত। এই ধরণ খুব দ্রুতই একজনের কাছ থেকে আরেকজনের মাঝে ছড়ায়। যার কারণে জেলায় দ্রুতই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই এখনই সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তিনি আরও জানান, গ্রামে কিংবা শহরে আক্রান্ত জটিল রোগীদেরকে হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে। এ ছাড়া বাড়িতে চিকিৎসা নেয়া সাধারণ রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকরা মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সদর উপজেলা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়।