প্রেসিডেন্ট জোভেনেল মোইজকে হত্যার পর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তার অনুরোধ জানিয়েছে হাইতির সরকার।
এমুহূর্তেই সামরিক সহায়তার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে তদন্তে সহায়তা করতে এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তাদের পাঠানোর আশ্বাস দিয়েছে দেশটি।
এর আগে গেল বুধবার, হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনার পর থেকেই অরাজকতা ছড়িয়ে পড়েছে হাইতিতে।
জোভেনেল মোইজকে হত্যায় ২৮ বিদেশি নাগরিকের একটি হিট স্কোয়াড জড়িত বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং ২ জন হাইতিয়ান-মার্কিনি। এর মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।