জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের প্রায় ১০ গ্রামের আবাদি জমি মানবসৃষ্ট জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকার আশংকা। ঐ এলাকার পানি নিষ্কাষনের একমাত্র সরকারি খাল ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়ায় সৃষ্টি হয়েছে জলাব্ধতার। শুক্রবার দুপুরে সরেজমিনে গেলে এমনটাই জানালেন ঐ এলাকার শতাদিক কৃষক।
স্থানীয়দের অভিযোগ,বর্ষা মৌসুমে ঐ এলাকার প্রাচীনতম কুড়ি বিলের পানি নিষ্কাষনের জন্য সরকারি জমির উপর একটি খাল রয়েছে। ঐ খাল দিয়ে আশ-পাশের বেশ ককেটি গ্রামের পানি প্রবাহিত হয়ে থাকে। ঐ এলাকার প্রভাবশালী মো. জালাল উদ্দিন নিজস্ব পুকুর খোদাই করার নামে ঐ খালে পুকুরের মাটি ফেলে অন্তত: ২শ গজ খারটি ভরাট করেফেলায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। ইতোমধ্যে শতাদিক একর আমন ধানের বীজতলা বিনষ্ট সহ চারা রোপনে সমস্যার সৃষ্টি হয়েছে। আগামী আমন ফসল থেকে বঞ্চিত হবে এই শতাদিক আদিবাসী কৃষক। এই সময়ে ঐ এলাকার আদিবাসী কৃষাণ-কৃষাণীর কর্মচাঞ্চল্যে দিনভর মুখরিত হয়ে থাকলেও মুখ থুবরে বসে আছে তারা। একমাত্র আমন ফসল মাড়াতে না পারলে জীবন-জীবিকা নির্বাহ করতে ঝুকির মুখে পড়তে হবে। খালটির মুখ বন্ধ করায়, সামান্য বৃষ্টি হলেই আশ-পাশের আদিবাসী গ্রাম গুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দেখা দেয় নানা রোগ বালাই। এনিয়ে অতিষ্ঠ হয়ে ঐ এলাকার শতাদিক কৃষক ও সাধারণ মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক অভিযোগ দায়ের করেছেন।
পাথারিয়া এলাকায় পুকুর খননের কারণে খালের মুখ বন্ধ করা নিয়ে মুঠোফোনে মো. জালাল উদ্দিন জানান, আমি আমার জায়গায় মাটি ফেলে ভরাট করেছি। কার কি অসুবিধা হলো তা আমার দেখার বিষয় নয়।
এ নিয়ে ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল বলেন, জলাবদ্ধতার কথা শোনার পর ঐ এলাকা পরিদর্শন করেছি। এলাকার শতাদিক একর আমন ধানের বীজতলায় জলাবদ্ধতা এবং দরিদ্র আদিবাসীদের কথা ভেবেই পানি চলাচলের ব্যবস্থা করে দিতে জালাল কে বলেছি। নির্বাচনী মুহুর্তে এরবেশীতো বলা যায়ন,আশা করছি বিষয়টি সুরাহা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, ব্যাক্তিস্বার্থে সরকারি খাল ভরাট করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করার কোন নিয়ম নাই। এ নিয়ে ৮ জুলাই বৃহস্পতিবার ৬২ জনের গনস্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। কৃষিপ্রধান এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে কৃষকদের ক্ষতি করতে দেয়া হবে না। অভিযোগ এর বিষয়টি তদন্ত করার জন্য সহকারি কমিশনার (ভূমি’কে) দায়িত্ব দেওয়া হয়েছে,সত্যতা থাকলে প্রশাসনিক পদক্ষেপ নেয়া হবে।