করোনা টিকার বুস্টার হিসেবে নিজেদের টিকার তৃতীয় ডোজের ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমোদন চাওয়ার পরিকল্পনা করছে ফাইজার। ডল্টা ধরনের প্রভাবে পুনরায় করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দিকে গত সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের হার ১১ শতাংশ বেড়েছে। অন্যদিকে ভারতে করোনা মোকাবিলায় ২৩ হাজার কোটি রুপির বিশেষ প্যাকেজ ঘোষনা করেছে মোদী সরকার। দশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরা অধিক হারে সংক্রমিত হওয়ার আশঙ্কায় আগে থেকে প্রস্তুতি গ্রহণে এই প্যাকেজের বড় একটি অংশ ব্যয় হবে বলে জানিয়েছে দেশটির সরকার। ডল্টার প্রভাবে সংক্রমণ বাড়তে থাকলেও চলতি মাসেই ব্রিটেনে বিধি নিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বশ্বে করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ২শর বেশি মানুষ। একদিনে শনাক্ত ৪ লাখ ৬৬ হাজারের বেশি। বিশ্বে এনিয়ে করোনায় মোট মৃত্যু ৪০ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। মোট শনাক্ত ১৮ কোটি ৬৩ লাখের বেশি।