চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সদর হাসপাতালের সামনে দিয়ে যাওয়া জোয়ারা পটিয়া সড়কটি সংস্কারের অভাবে অধিকাংশ ্স্থানে বেহাল অবস্থায় রয়েছে। এতে সড়কটি দিয়ে যাতায়তে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদেরকে। জানা যায় এ সড়কটি গত বছর সড়ক ও জনপথ বিভাগ সংস্কার করেন। কিন্তু বছর অতিবাহিত না হতেই সড়কটি অধিকাংশ স্থান থেকে কার্পেটিং উপড়ে গিয়ে খানা-খন্দকে পরিনত হয়েছে। সরেজমিনে দেখা যায় চন্দনাইশ সদর হাসপাতাল থেকে জোয়ারা মনসার হাট, ফতেনগর এলাকায় খানা খন্দকের ফলে স্থানীয় বাসিন্দাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ সড়কটি দিয়ে মধ্যম জোয়ারা বড়-য়া পাড়া,ফতেনগর বড়-য়া পাড়া ,জেলে পাড়া ও মোহাম¥দ পুর এলাকাবাসীদের চন্দনাইশ হাসপাতাস ,উপজেলা পরিযদ.থানা ও জেয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চবিদ্যালয় ,সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চন্দনাইশ ভোর বাজারে যাতায়তের একমাত্র মাধ্যম। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব অবহেলার কারণে সংস্কারের বছর না পেড়-তেই খানা-খন্দকের সৃষ্ঠি হয়েছে সড়কটিতে। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সুমন সিংহের সাথে যোগাযোগ করা হয়ে তিনি সড়কটি দীর্ঘ ৪কিমি: সংস্কার করা হবে বলে জানান।