জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা জেলায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৬৫জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানাযায়,বৃহস্পতিবার (৮জুলাই) একদিনে ২৭৩ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৬৫ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮০ শতাংশ। জেলায় মোট সুস্থ হয়েছে ২৬৪৯ জন। জেলায় এ পর্যন্ত ২৭৩১৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বিপরীতে শনাক্ত হয়েছে ৩৩৩৩ জন। মোট শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।
এদিকে জামালপুর পৌরসভার কাচারীপাড়া এলাকার শাহজাহান আলী (৭০), নয়াপাড়া এলাকার শেফালি বেগম (৫০), দেওয়ানগঞ্জের কৈবতপাড়া এলাকার রাখি দাস (৪৫) ও বকশিগঞ্জের বাট্টাজোড় এলাকার আবদুল কাদের (৬০) চারজনের মৃত্যু হয়েছে।
অপরদিকে, গত ২৪ ঘন্টায় জামালপুর সদর উপজেলায় ২৯ জন, মেলান্দহ উপজেলায় ৩ জন, মাদারগঞ্জ উপজেলায় ৩ জন, ইসলামপুর উপজেলায় ৪ জন, সরিষাবাড়ী উপজেলায় ১৩ জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ৬ জন ও বকশীগঞ্জ উপজেলায় ৭ জনের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ বিষয়ে শুক্রবার (৯ জুলাই) সকালে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস তিনি এসব তথ্য দেন।