চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সৈয়দ আহমদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।