জুন মাসের ২৭ তারিখ থেকে করোনা সংক্রমণ ক্রমবর্ধমান ভাবে বাড়ছে। জুলাই মাসের ৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সংক্রমণ উর্ধমুখী এবং প্রতিদিনই নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে। এজন্য চলতি সর্বাত্তক লকডাউনের সময়সীমা আগামী ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। গত ৬ জুলাই করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে ৩১ দশমিক ৪৬ শতাংশ৷ এর আগের দিন ৫জুলাই ছিল ২৯ দশমিক ৩০ শতাংশ। ৬ জুলাই ২৪ ঘন্টায় দেশে করোনায় সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৬৩ জন, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগের দিন ৫জুলাই করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে বাড়ছে আইসিইউ চাহিদা। কিন্ত্য দেশের ৩৫ জেলায় কোনো আইসিইউ সুবিধা নেই। আর এ বাস্তবতা উপলব্ধি করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এক বছর আগে সব জেলায় আইসিইউ সুবিধা স্থাপনের নির্দেশ দিলেও স্বাস্থ্যমন্ত্রনালয় এ ক্ষেত্রে উদ্যোগ নেয় নি। অর্থ মমন্ত্রনালয় থেকে বাজেট ছায়ার না করিয়ে অর্থবছর শেষে বিপুল পরিমাণ টাকা খরচ করতে না পারায় ফেরত দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের দক্ষতা যোগ্যতা ও দূর্নীতির হাজারো অভিযোগের মধ্যে দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থা নিজেই অসুস্থ হয়ে উঠেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, আইসিইউ'র ৭৬ ভাগই ঢাকা বিভাগ। এর মধ্যে গ৭৩ ভাগ রাজধানীতে। আইসিইউর সংকটের এমন ভয়াবহ চিত্রই বলে দিচ্ছে করোনায় ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলা করা কতটা কঠিন।
অক্সিজেনের অভাবে মানুষ মরছে করোনা রোগে আক্রান্ত হয়। করোনা রোগীদের জন্য নির্ধারিত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলার অভাবে ৩১ জুন ও ১ জুলাই ২৪ জন মানুষ মারা গেলে হাইকোর্টের নির্দেশে এ্যাটার্নি জেনারেল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলে ১৫টি হাই ফ্লো নাজাল ক্যানোলা ৪ জুলাই পৌঁছাবার ব্যবস্থা করেন। কিন্তু সে ক্যানোলা সেই সময়ের মধ্যে আদৌ পৌঁছেছে না পৌঁছায় নি তা জানা না গেলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে ক্যানোলার বিকল্প ব্যবহারের প্রতি নির্দেশ জারি করা হয়েছে। ক্যানোলার বিকল্প কি সিলিন্ডার অক্সিজেন? সেক্ষেত্রে সিলিন্ডার অক্সিজেনের অভাবও খুব প্রকট। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিলিন্ডার অক্সিজেনের অভাব না থাকলেও খুলনা মেডিকেল কলেজসহ সারাদেশে সিলিন্ডার অক্সিজেনের দারুন অভাব। স্বজনরা নিজেদের গাঁটের পয়সা খরচ করে অক্সিজেন সিলিন্ডার কিনছেন।
আইসিইউ ও অক্সিজেন সিলিন্ডার এর জন্য চলমান সর্বাত্মক লকডাউন এর মাঝে রোগী নিয়ে এ হাসপাতাল থেকে ও হাসপাতালে দৌড়ঝাঁপ করতে গিয়ে রোগীর স্বজনদের অর্থের শ্রদ্ধাহ হচ্ছে। লকডাউন এর কারণে আইয়ের কোন পথ না থাকলেও খরচের ঘাত বাড়ছে। কাজেই করোনা থেকে বাঁচতে ঘরে থাকা ও স্বাস্থ্য বিধি মানা ছাড়া বিকল্প কিছু নেই। আর সরকারের পক্ষ থেকে সারাদেশের হাসপাতালগুলোর আইসিও স্থাপন করে বিভিন্ন রোগের রোগীদের পাশে দাঁড়ানো খুবই জরুরী। আশাকরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের টনক স্বাস্থ্য মন্ত্রণালয়ের করবে এবং ২০২১- ২০২২ অর্থবছরের কার্যকরি হওয়া বাজেট থেকে সব জেলায় আইসিইউ স্থাপনে উদ্যোগী হবে।