মিয়ানমারে সেনা সরকারের চাপে ফেলতে দেশটির তেল ও গ্যাস সেক্টরে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি থমাস অ্যান্ড্রিউ। বুধবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলে তিনি বলেন, মিয়ানমারের জান্তা সরকারের সমালোচনা করলেও কোনো সরকারই এখন পর্যন্ত দেশটির তেল ও গ্যাস সেক্টরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। ক্ষমতায় টিকে থাকতে জান্তা সরকারের যে অর্থ প্রয়োজন তা যোগান হয় এই খাত থেকেই। তাদের যে কোনোভাবে থামাতে হবে। এদিকে বুধবার মিয়ানমারে সহিংসতা বন্ধে অবিলম্বে সেনা সরকারের সঙ্গে আসিয়ান নেতাদের আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা মিশেল ব্যাচলেট।