বিয়ের একদিন আগেই বিধবা হলেন কুমিল্লার নাঙ্গলকোটের রূপালী (ছদ্মনাম) নামে এক নারী। কেনাকাটাও শেষ, বৃহস্পতিবার তার গায়ে হলুদ ও শুক্রবারে বিবাহ হওয়ার কথা থাকলেও বুধবার রাত ১১টায় তার হবু বরের কুমিল্লা শহরের নিজ বাসা থেকে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে পুলিশ। বরের নাম মজিবুর রহমান স্বপন। থাকতেন কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড় এলাকার একটি ভাড়া বাসায়। বাড়ি জেলার নাঙ্গলকোটের আশারকোটা গ্রামে। তিনি ওই গ্রামের প্রবীণ আলেম মাওলানা আবদুল গফুরের বড় ছেলে। তার বাবা লাকসামের ফুলগাঁও ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক ও বর্তমানে মৌকারা দারুসুন্নাহ ওয়ালিয়া কমপ্লেক্সের দ্বীনিয়া শাখায় কর্মরত।
পারিবারিক সূত্রে জানা যায়, মজিবুর রহমান স্বপন ওই বাসার তিন তলায় ভাড়া থাকতেন। শুক্রবার তার বিয়ে। এর আগে স্বপন দু’টি বিয়ে করেন। প্রথমটি ডিভোর্স হয়েছিল। দ্বিতীয় স্ত্রী এক নবজাতক কন্যা ও ৫ বছরের আরেক কন্যাসন্তান রেখে ২০১৮ সালের ২৮ জুন স্ট্রোক করে মারা যান। বুধবার দুপুর থেকে তাকে মোবাইলে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তার বাসায় এসে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে দরজা ভেঙ্গে বিছানায় দেখতে পায় মজিবুর রহমান স্বপনের মরদেহ। এ সময় তার রুমের টেলিভিশন চলছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মরদেহে আঘাতের চিহ্ন না থাকলেও, মুখ থেকে কিছু রক্ত বের হয়েছিল। মৃতের পরিবার দাবী করছে তিনি স্ট্রোক করেছেন। তবে এটি স্বাভাবিক মৃত্যু কি না, আমরা নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।