ফরিদপুরে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। অপরদিকে লকডাউনের ৭ম দিনেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চলেছে। পুলিশের সাথে সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা এতে সহযোগীতা করেন।
বুধবার দুপুরে ফরিদপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ১১ বীরের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বিধান কৃষ্ণ মন্ডলের নেতৃত্বে সেনা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শহরের ভাঙ্গা রাস্তার মোড় ও টেপাখোলার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলরতদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়া কয়েক মোটর সাইকেল চালক ও গাড়ি চালকের মুখে মাস্ক না থাকায় তাদের নগদ জরিমানা করা হয়। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককে মুখে মাস্ক পরিয়ে দেয়া হয় এসময়।
এসময় শহরের রাজেন্দ্র কলেজের মাঠের সামনের সড়কের উপড়ে স্থাপিত অস্থায়ী কাঁচা বাজারে সচেতনামুলক প্রচারণা চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজা এ সময় হ্যান্ডমাইকে সকলকে স্বাস্থ্য বিধি মেনে বাজার পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, যদি কোন দোকানীর মুখে মাস্ক না থাকে তাঁর নিকট হতে সদাই কিনবেন না। আর যেসব ক্রেতার মুখে মাস্ক থাকবেনা তাদের নিকট সদাই বিক্রি করা যাবেনা। তিনি বলেন, জনগণের সুবিধার্থেই উন্মুক্ত বাজারের অনুমতি দেয়া হয়েছে। যদি সরকারের বিধিনিষেধ না মানেন তাহলে এটি চালু রাখা সম্ভব হবেনা।
৯ পদাতিক ডিভিশনের ১১ বীরের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বিধান কৃষ্ণ মন্ডল এ সময় সাংবাদিকদের বলেন, সরকারের সিদ্ধান্তে সেনাসদরের নির্দেশনায় আমরা করোনা প্রাদুর্ভাব হৃাসের লক্ষ্যে বেসারমরিক প্রশাসনের সহায়তার টহল পরিচালনা করছি। জনগণের নিকট আমরা সহায়তা কামনা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দেশ থেকে করোনা দূর করা যাবেনা।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জনের মৃত্যৃ হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ২৯৭ জন রোগী ভর্তি রয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৫৪টি নমুনা পরীক্ষা করে ১৬৩টি পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের এই হার শতকরা ৪৬ দশমিক ০৪ ভাগ। আক্রান্তদের মধ্যে জেলা সদরে সর্বোচ্চ ১৩০ জন রয়েছে। এ ছাড়া বোয়ালমারীতে ১১ জন, মধুখালীতে ৬ জন, নগরকান্দায় ৬ জন, সালথায় ৫ জন, ভাঙ্গায় ২ জ ও সদরপুরে ১ জন রয়েছেন।