আগে কাবিটা প্রকল্পের অর্থে গ্রামীণ সড়ক সংস্কারে মাটির কাজ করা হত। বর্ষাকালে ভেঙ্গে যাওয়ায় পরের বছর ফের সংস্কারের প্রয়োজন পড়ত। প্রতিবছর একই সড়ক সংস্কারে প্রকল্প দিতে নারাজ স্থানীয় এমপি। তার পরামর্শে মাটির কাজের পরিবর্তে উপজেলার ৩১টি গ্রামীণ সড়ক হেরিংবন্ড করা হয়েছে। ফলে কাঁদা ও ধুলোবালি মাড়িয়ে যাতায়াতকারী পথচারীদের দুর্ভোগ ঘুচিয়েছে।
বুধবার সরেজমিনে জানা যায়, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (কাবিটা প্রকল্পের) বরাদ্দ থেকে ২০২০-২১ অর্থবছরে গাড়াগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নূর ইসলামের বাড়ি থেকে ইন্দিরারমোড় পর্যন্ত, চাঁদখানা ইউনিয়নের বুড়ির হাট চাঁদ মিয়ার বাড়ি থেকে যাদু মিয়ার দোকান পর্যন্ত ও মাগুড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের করলাবেচা পাড়া থেকে সুজাল মেম্বারের বাড়ি পর্যন্ত কাঁচা সড়ক চলাচলের অনুপোযোগী ছিল। বর্ষা মৌসুমে কাঁদা পানি জমে থাকার কারণে পথচারীদের সীমাহীন ভোগান্তি।হেরিংবন্ড করায় লোকজন এখন নির্বিঘেœ চলাচল করছেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার জানান, এমপি মহোদয়ের পরামর্শে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কাবিটা প্রকল্পের বরাদ্দ থেকে উপজেলার ৯টি ইউনিয়নের ৩১টি গ্রামীণ কাঁচা সড়ক হেরিংবন্ড ও সিসি-সলিং করা হয়েছে। পিআইসি কমিটির মাধ্যমে এতে ব্যায় হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। এখন ভোগান্তি ছাড়া ওই সড়কগুলো দিয়ে লোকজন নির্বিঘেœ যাতায়াত করছে।
নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল জানান, একই সড়কে প্রতি বছর সংস্কারের জন্য মাটির কাজের প্রকল্প দেয়া হয়। এতে গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হয়নি। এজন্য পিআইওকে এবার কাবিটা প্রকল্পের অর্থে গ্রামীণ সড়ক হেরিংবন্ড করতে বলেছি। এভাবে হেরিংবন্ড করলে কয়েক বছরের মধ্যে গ্রামীণ সড়কে চলাচল করতে লোকজনের দুর্ভোগ থাকবে না।