আর্থিক খাতে জাল-জালিয়াতি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ক্ষমতা বাড়ানোর বিষয়টি ইতিবাচক। এ ক্ষমতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের পাশাপাশি সরকারি খাতের বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয়ও বিশেষ পরিদর্শন কার্যক্রম চালাতে পারবে। উল্লেখ্য, আগে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজস্ব আইনে পরিচালিত হতো। ফলে আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে সমস্যা হতো। আগে ব্যাংক পরিদর্শনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের চারটি বিভাগ ছিল। এখন তা বাড়িয়ে আটটি করা হয়েছে, যাতে এসব বিভাগ থেকে ব্যাংকগুলোর ওপর তদারকি আরও বাড়ানো যায়। নিয়োগ দেওয়া হয়েছে বাড়তি জনবলও। তবে ক্ষমতা ও জনবল বৃদ্ধি পাওয়াই যথেষ্ট নয়, যদি না এর প্রয়োগ নিশ্চিত করা যায়। আমরা আশা করব, তদারকি ক্ষমতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ব্যাংক খাতে জাল-জালিয়াতিসহ সব ধরনের অনিয়ম চিহ্নিত করা সম্ভব হবে এবং তা নিরসনে নেওয়া হবে কার্যকর ব্যবস্থা।
দেশে এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছড়াছড়ি। এর সঙ্গে তাল মিলিয়ে এ খাতে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা গ্রহণ, লুটপাট ও দুর্নীতি বেড়েছে। অভিযোগ রয়েছে, ব্যাংক পরিচালকরা ভাগাভাগির মাধ্যমে নিজের ও অন্য প্রতিষ্ঠান থেকে যে ঋণ নেন, সেসবের অধিকাংশই আর ফেরত আসে না। ফলে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, যা অর্থনীতির জন্য অশনিসংকেত। এ ছাড়া বাড়ছে অর্থ পাচার। কীভাবে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে, কারা এর সঙ্গে জড়িত-কেন্দ্রীয় ব্যাংক এসব তথ্য জানে না, এটা বিশেষজ্ঞরা মানতে রাজি নন। অর্থ পাচার, খেলাপি ঋণ, ঋণ জালিয়াতিসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির অবসান ঘটাতে হলে কেন্দ্রীয় ব্যাংককে অবশ্যই এর আইনি কাঠামোর আওতায় ক্ষমতা প্রয়োগে সক্ষম হতে হবে। আমরা জানি, খেলাপি ঋণ কমাতে ইতঃপূর্বে নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য-জাল-জালিয়াতি বা অনিয়মের প্রমাণসাপেক্ষে একক ক্ষমতায় কোনো ব্যাংককে ‘অবসায়ন’ বা ‘লিকুইডেশন’ করা, এমডির নিচের দুই স্তরের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে আগাম অনুমতি নেওয়াসহ এসব পদের কোনো কর্মকর্তাকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া অব্যাহতি, বরখাস্ত বা অপসারণ না করা ইত্যাদি। আশা করা হয়েছিল, এসব পদক্ষেপের ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি বন্ধ হয়ে সুশাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু বাস্তবতা হলো, ব্যাংক খাতে এখনো অব্যাহত আছে খেলাপি ঋণ, অর্থ পাচারসহ নানা অনিয়ম-দুর্নীতি। দেশের সার্বিক অর্থনীতির স্বার্থেই অনিয়ম ও দুর্নীতিমুক্ত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করতে হবে বাংলাদেশ ব্যাংককে। কারণ কেন্দ্রীয় ব্যাংক হলো সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ‘অভিভাবক’। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম হলে তার দায় পড়ে কেন্দ্রীয় ব্যাংকের ওপর। কাজেই ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি এবং এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার বিকল্প নেই।