কোভিড ১৯ করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের আক্রমণে সবাই আতঙ্কিত। লাগাতার লকডাউনে ঘর থেকে বেরিয়ে এলেও মানুষের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে। মৃত্যুর মিছিল আর প্রতিদিন আক্রান্ত হবার নতুন নতুন রেকর্ড হচ্ছে। করোনা রোগী সামলাতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। হাসপাতালে ঠাই নাই ঠাই অবস্থা। নতুন রোগীরা বেড পাচ্ছেন না। হাসপাতালের সাথে অক্সিজেন সংকট তো রয়েছেই। এমনই ভয়াবহ অবস্থার মাঝে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে।
করোনা সংক্রমনের চলমান সময় ডেঙ্গুর বিস্তার নিয়ে চিকিৎসকরা চিন্তিত। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে তথ্য অনুযায়ী গত ১১ দিনে সারাদেশে ১৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ৩০ জুন ১ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন। এবছর সনাক্ত হওয়া ৩৮১ জন এর মধ্যে শুধু জুন মাসে শনাক্ত হয়েছেন ২৭১ জন। যা চলতি বছর মোট শনাক্তের ৬৯ শতাংশ। গত বছর জুন মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ২০ জনের। সে হিসেবে এ বছর জুন মাসে রোগী বেড়েছে সাড়ে ১৩ গুণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকলে কোভিড ২৯ এর সাথে ডেঙ্গুর পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা যেখানে করোবা সংক্রমণ ঠেকাবে লড়াইয়ে ব্যস্ত আছি, সেখানে ডেঙ্গুর উটকো ঝামেলার দিকে দৃষ্টি দেবার সময় কোথায়? কিন্তু রোগীর প্রতি অবহেলাও তো কাম্য নয়। সবাইকে সচেতন হওয়া ছাড়া কোনো পথ নেই। আমরা জানি ডেঙ্গু রোগের রোগের জীবাণু ছড়ায় এডিস মশা থেকে। তাই এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করলে ডেঙ্গু সর্বাত্মক নিয়ন্ত্রণ করা সম্ভব।
ফুলের টব, পুরনো টায়ার, এসি'র জমে থাকা পানিতে এডিস মশা বাসা বাঁধে। খাল-বিলের ময়লা জমে থাকা পানিতে এডিস মশার বংশ বৃদ্ধি করে থাকে। তাই খাল-বিল পরিষ্কার এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনে নিরাপদ স্থান গুলোতে পানি জমে না থাকলে এডিস মশা বংশবিস্তার করতে পারবে না। মানুষের ডেঙ্গু হবে না। তাই আমাদের নিজেদের জীবন বাঁচাতে বাড়ির চারপাশ পরিষ্কার করে ফুলের টব, পুরনো টায়ার, এসি'র জমে থাকা পানি সরিয়ে ফেলি। অন্য কেউ তা করতে অনুপ্রাণিত করি।
রাজধানীর দুটি সিটি করপোরেশন মশা মারতে কামান দাগালেও ব্যবহারিত ওষুধ নিয়ে বিতর্কের কারণে কাক্সিক্ষত ফল কখনোই পাওয়া যায়নি। মশা মারা ওষুধ পরিবর্তন হয়েছে, দুর্নীতির অভিযোগ বেড়েছে। কিন্তু মশার ভনভনানি বন্ধ হয়নি। বরং মশা থেকে বাঁচতে ঘরে ঘরে মশার সংখ্যা বেড়েছে। তাই প্রজনন ক্ষেত্র ধ্বংস করা ছাড়া আর কোন উপায় নেই। সবাই সতর্ক হন, নিজে বাঁচুন অন্যকে বাঁচান।