যৌতুকের টাকা আনতে অপারগতা প্রকাশ করায় এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন চালিয়ে মাথার চুল কেটে ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী খলিলুর রহমান(২৮) বিরুদ্ধে। এ ন্যাক্কারজনক ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে ঘটে। গত (২৬ জুন) শনিবার রাতে স্বামীর বাড়িতে মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গত মঙ্গলবার(৩০ জুন) নির্যাতিতা মমতা আক্তার (২৬) বাদী হয়ে স্বামী খলিলুর রহমানসহ তিনজনকে আসামি করে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। সে ঐ ইউনিয়নের ভাদুয়া গ্রামের নূর ইসলামের ছেলে। ভুক্তভোগীর পিতা খোরশেদ আলী প্রথম স্ত্রী মারা যান। পরে তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছে। মমতার বাবা নারকেল গাছ ছাঁটাইয়ের কাজ করে সংসার চালান। অমানুষিক নির্যাতনে মমতার ডান কান দিয়ে রক্ত বের হয়ে এখন শুনতে পান না। দুই সন্তান নিয়ে বাবার কুঁপড়ি ঘরে দিনাতিপাত করছেন ভুক্তভোগী। সামন্য বৃষ্টি হলেই দুই নাতী কোলে নিয়ে রাত কাটান নানা খোরশেদ আলী।
সরজমিন ঘুরে ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামের নূর ইসলামের ছেলে খলিলুর রহমানের সঙ্গে বিয়ে দেওয়া হয় ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের রনসিংহপুর (কল্যাণপুর) খোরশেদ আলীর মেয়ে মমতা খাতুনকে। বর্তমানে ঐ দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। স্বামী খলিলুর রহমান বেকার থাকায় বিয়ের সময় মমতা খাতুনের পরিবারের পক্ষ থেকে পর্যায়ক্রমে দেওয়া হয় অন্তত: একলক্ষ টাকা। টাকা নিয়েও কোন ব্যবসা করতে না পারায়, দুই তিন বছর পর যৌতুকের জন্য স্ত্রীর উপর শুরু হয় অমানবিক নির্যাতন। একপর্যায়ে স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকায় চলে যায় স্বামী খলিলুর রহমান।
স্বামীর নির্দেশে সন্তান নিয়ে ভিক্ষা করতে ঢাকায় মোহাম্মদপুরে রাস্তায় নামে অসহায় স্ত্রী মমতা খাতুন। স্ত্রীর ভিক্ষার অল্প কিছু টাকাতেও সন্তুষ্ট হয়নি স্বামী খলিলুর রহমান। স্ত্রী মমতা খাতুনকে দেওয়া হয় দেহ ব্যবসার প্রস্তাব। দেহ ব্যবসায় নামতে নির্যাতিতা স্ত্রী মমতা অনীহা জানালে চলে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে চলে আসে অসহায় স্ত্রী মমতা খাতুন। ঘটনা বিস্তারিত জানানো হয় স্বামীর সহোদর বড় ভাই বিল্লাল হোসেনকে, কিন্তু নেই কোন সুরাহা দিতে না পারায়। উল্টো ঢাকায় স্বামীর কাছে যাওয়ার জন্য স্ত্রী মমতা খাতুনকে চাপ প্রয়োগ করে স্বামীর বড় ভাই ও তার পরিবার। নির্যাতনের ঘটনা শ^শুর বাড়ির লোকজনদের জানানোর পর স্বামী বাড়িতে এসে স্ত্রী মমতা খাতুনের উপর ক্ষিপ্ত হয়ে গত ২৬ জুন শনিবার রাতে বেধড়ক মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাকা দেয়। এ সময় স্ত্রী মমতা খাতুন আহত হয়ে মাটিতে লুটে পড়লে স্বামী খলিলুর রহমান কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়। স্বামীর অমানুষিক নির্যাতনের একপর্যায়ে মমতা খাতুন অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে বাপের বাড়ির লোকজন মমতা খাতুনকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করে। মমতা খাতুনের বাবা খোরশেদ আলী বলেন, মেয়ে সুখে ঘর করবে বলে বিয়ে দিলাম। কিন্তু সুখ হলো না। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতন সইতে হচ্ছে তাকে। মেয়েকে স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচাতে এ পর্যন্ত পর্যায়ক্রমে অন্তত: একলক্ষ টাকা দিয়েছি,
আরো পঞ্চাশ হাজার টাকা চাইতেছে। আমি কীভাবে দেব এত টাকা? এত টাকা আমার নেই। অভিযোগের বিষয়ে খলিলের বক্তব্য নিতে চাইলে তিনি সাংবাদিকের সাথে কথা বলতে রাজী হননি। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান বলেন, যৌতুকের জন্য মমতা খাতুনকে তার স্বামী অমানুষিক নির্যাতন করে চুল কেটে দিয়েছে এবং সিগারেটের আগুনে শরীরের বিভিন্ন স্থানে পুড়ে দেওয়ার ঘটনা সত্য। গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মোতালেব জানান, মমতা খাতুনের নির্যাতনের ঘটনাটি শুনে খুবই দুঃখ পেয়েছি। আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগীর পিতা খোরশেদ আলীকে পরামর্শ দেওয়া হয়েছে।