চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরণের অপরাধ নিয়ন্ত্রণের জন্য গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৩টি বাজারে ১১৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বাজারগুলো হলো উপজেলার ঘাঘর বাজার, চৌধুরীর বাজার, ধারাবাশাইল বাজার, শুয়াগ্রাম বাজার, সিকির বাজার, রাধাগঞ্জ বাজার, কালিগঞ্জ বাজার, বান্ধাবাড়ি বাজার, রামনগর বাজার, কুশলা বাজার, রাশশীল বাজার, পিড়ারবাড়ি বাজার ও ভাঙ্গারহাট বাজার।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে বসে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরণের অপরাধ নিয়ন্ত্রণে এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের টিআর প্রকল্পের ১৯লক্ষ ৪০হাজার টাকা ব্যয়ে উপজেলার ১৩টি বাজারে ১১৮টি সিসি ক্যামেরা ও মনিটার স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা উপজেলা পরিষদ কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হবে। আশা করি এই সিসি ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী সহজেই অপরাধীদের শনাক্ত করতে পারবো।