জামালপুর জেলার পুলিশ লাইন্স ড্রিলসেডে মহামারী করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬জুলাই মঙ্গলবার জুলাই মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্ব মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় পুলিশ সুপার তিনি ফোর্সদের সকল সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করেন। এ ছাড়া তিনি সকল কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে করোনা পরিস্থিতি সামাল দিকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
পরে তিনি কল্যাণ সভায় করোনা ভাইরাস প্রতিরোধে উপস্থিত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের জন্য বিনামূল্যে (কঘ-৯৫) মাস্ক বিতরণ করেন।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সীমারাণী সরকার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।