জামালপুর পৌরসভায় বসবাসকারী করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সার্বিক দিক নির্দেশনায় ‘হ্যালো মেয়র টিম’র কার্যক্রম শুরু করছেন। তিনি জামালপুর পৌর এলাকায় করোনায় আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য সামগ্রী,ঔষুধপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। মঙ্গলবার (৬ জুলাই) খাদ্যদ্রব্য ঔষুধপত্রসহ অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ ছানোয়ার হোসেন ছানু। মেয়র জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ¦ মির্জা আজম এমপির নির্দ্দেশে তিনি করোনা পরিস্থিতির কথা চিন্তা করে ৭সদস্যের ‘হ্যালো মেয়র টিম’র গঠন করে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন, চিকিৎসা সেবা, ঔষধপত্রসহ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেবেন বলে জানান। তিনি আরো বলেন ৭ সদস্য স্বেচ্ছাসেবক দলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মেয়র আলহাজ¦ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
জামালপুরে করোনা রোগী দিনদিন বেড়েই চলেছে। সেই সাথে মৃত্যুর হারও বেশি। রোগীদের অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। অনেকেই হাসপাতালে বেডের ভর্তি হতে না পেরে বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাদের অক্সিজেন সংকট দেয়া দিচ্ছে। অক্সিজেনের সংকটের কথা ভেবেই দরিদ্রদের কথা চিন্তা করে অক্সিজেনসহ নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য, ঔষধপত্র সহায়তা দেওয়া ব্যবস্থা গ্রহন করছেনে তিনি।
২৪ ঘণ্টা এ সেবা প্রদানের হটলাইনের নম্বারে ফোন দিলেই অক্সিজেনসহ সেবা নিয়ে হাজির হবেন ৭ সদস্যে দলের সদস্যরা। পৌর সভার হট লাইন নাম্বার গুলো হলো ফজলুল হক আকন্দ (০১৭১২৩৯৪৭৫১), বিএম রাজন (০১৭৭১১৮৭৪১৮),আল আমিন (০১৭১৩-৩০৫২২১), মোঃ হাবীবুল্লাহ হাবীব- (০১৭৫৯৭৪৯৮২৩), মেহেদী হাসান (০১৭০৫-২৫৯৩২৪), অমিত (০১৭১৬-৯৭১৯৮৯) এবং ডাঃ রিয়াদ মাহমুদ (০১৭৯৬১৩৩৩০৭)। উল্লেখ্য যে করোনা রোগি সুস্থ হওয়ার পর আবার অক্সিজেন সিলিন্ডার ফেরত নেওয়া হবে। এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।