জামালপুর জেলায় স্বাস্থ্য অধিদপ্তরের (অবঃ) পরিচালক,সিনিয়র ডাক্তার ও একজন নার্স)সহ নতুন করে ৮০জন করোনায় আক্রান্ত হয়েছেন। সরিষাবাড়ি উপজেলায় ১জন পুরুষের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (৬জুলাই) দিবাগত রাতের জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুয়ায়ী (৭জুলাই প্রকাশিত) জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষায় ৪১জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে-১৮টি নমুনা পরীক্ষায় ৫জন এবং জেলা-উপজেলায় রেপিড এন্টিজেন টেস্ট ১২৯টি নমুনা পরীক্ষায় আরো ৩৪জন। সারা জেলায় ৩১১টি নমুনা পরীক্ষায় মোট ৮০ জনের করোনা পজিটিভ হয়েছে। এ ছাড়া সরিষাবাড়ি উপজেলায় ৭৫ বৎসর বয়সী একজন পুরুষ করুনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
এলাকাভিত্তিক শনাক্ত তালিকায় জামালপুর সদর ও পৌর শহরে (স্বাস্থ্য অধিদপ্তরের (অবঃ) পরিচালক,সিনিয়র ডাক্তার ও একজন নার্স)সহ মোট ৪২জন। সরিষাবাড়ি উপজেলায় ৯জন,বকশিগঞ্জ উপজেলায় ১২জন,মাদারগঞ্জ উপজেলায় ৯জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ৪জন,ইসলামপুর উপজেলায় ২জন,এবং মেলান্দহ উপজেলায় ২জন রয়েছে। জেলায় এপর্যন্ত সর্বমোট সনাক্ত ৩২১৮জন, সর্বমোট সুস্থ হয়েছেন ২৫৬৯জন, হোম আইসোলেশনে চিকিৎসাধী রয়েছেন ৫৫৯জন, জামালপুর কোভিট ইউনিটে চিকিৎসাধীন-২০জন,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩জন, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন আরো ২জন। চিকিৎসাধীন রয়েছেন মোট ৬৪৯জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৫৫জন। এ পর্যন্ত নমুনা পরিক্ষা করা হয়েছে মোট ২৬৬৭৭ জনের। জেলায় বর্তমানে সনাক্তের হার শতকরা ২৫.৭২% ভাগ,সুস্থতার হার শতকরা ৭৯.৮৩% ভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সোহান।