ক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটির ৭২ ঘণ্টায় চারশ' বন্দুক সহিংসতায় অন্তত দেড়শ’ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। ৪ জুলাই শুধুমাত্র নিউইয়র্কেই ১২টি বন্দুক হামলায় মারা যায় ১৩ জন। জরিপ বলছে, গেল বছরের তুলনায় এ ধরনের সহিংসতা ৪০ শতাংশ বেড়েছে। শিকাগোতে ৮৩ জনকে গুলি করা হয়েছে যেখানে ১৪ জন মারা যায়। শহরটিতে এক বছরের ব্যবধানে সহিংস ঘটনার হার দুই শতাংশ কমলেও, নিহতের সংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও টেক্সাস, ভার্জিনিয়া, ওহাইও, ডালাসসহ বিভিন্ন রাজ্যে হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো তিনজন।